ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১৫ টাকা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৪, ৬ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

ভারতীয় পেঁয়াজের দাম বাড়তি ও আমদানি কম এবং দেশীয় পেঁয়াজের সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।

একদিন আগে দেশীয় পেঁয়াজ ৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১শ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষজন। একে ব্যবসায়ীদের কারসাজি বলছেন তারা। তবে ব্যবসায়ীরা বলছেন, দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। ভারতেও দাম বাড়ায় আমদানিও কমেছে। ফলে দাম কিছুটা চড়া।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি